মোঃ সাব্বির হোসেন
(নিউজ ডেস্ক)
তেরখাদা- আজ বিকাল ৫ টায়- আন্দোলনের বিজয় উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঐদিন উপজেলা বি. এন. পি ও বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বিকেল ৩টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বিদ্যালয় গেট চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বি,এন, পির চৌধুরী কাউছার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মোঃ রবিউল হোসেন, চৌধুরী ফকরুল ইসলাম (বুলু), মোল্যা মাহবুবুর রহমান সরদার আব্দুল মান্নান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোঃ বিল্লাল হোসেন, শরীফ নাইমুল হক, সাজ্জাদ হোসেন (নান্টা), আজিজুর রহমান, মোঃ মিল্টন মুন্নী, গোলাম মোস্তফা ভট্রো, আবুল হোসেন বাবু। শামীম হাসান রমিজ, মোল্যা কামরুল ইসলাম, মোস্তাক আহমেদ, সোহাগ মুন্সী, মোঃ ওমর আলী-সহ আরো অনেকে ।