শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাংগাশিয়ায় ড: সুলতান এর নেই কোন চিকিৎসক এর সনদ অথচ চিকিৎসা নামে অপচিকিৎসা চালিয়ে কুটি টাকার মালিক।

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

মো: আবু ছালেহ (বিপ্লব)

বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান

পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার মো: সুলতান প্যাদা, পিতা: মো: আশ্রাফ প্যাদা গ্রাম: পচ্চিম পাংগাশিয়া, ডাকঘর: সানেস্বর (পচ্চিম গোয়ালিয়াবাগা), উপজেলা বাউফল, জেলা: পটুয়াখালী তিনি দীর্ঘদিন বহু বছর যাবত মহিলা এবং পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাইলস সহ বিভিন্ন ধরনের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন অথচ তার নেই কোন প্রকার চিকিৎসক এর সনদ অথচ তিনি এলাকায় ডক্টর সুলতান প্যাদা নিজেকে ডক্টর হিসেবে পরিচয় দিয়ে ঢাকা, চট্রগ্রাম, পরবর্তীতে বাউফল উপজেলায় তার ডক্টরী চেম্বার ছিলো কিন্তু সাংবাদিক পুলিশ ও জনগণের তোপের মুখে এই ভুয়া পরিচয়ধারী চিকিৎসক সকল চেম্বার ফেলে পালিয়েছিল তার চিকিৎসার পরে দুজন রুগীর মৃত্যু বরন করেছেন এবং বাউফল উপজেলার থানা পুলিশ তার বাড়ীতে গ্রেফতার করা জন্য গেলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি ভুয়া নামধারী ডক্টরীর নামে অপচিকিৎসা করে মহিলাদের শ্লিলতাহানীর কথাও জানিয়েছেন স্থানীয় জনসাধারণ এবং এই ডক্টর নামধারী একজন নরপশু মানুষের কাছ থেকে পাইলস সহ বিভিন্ন ধরনের চিকিৎসা চালিয়ে কুটি কুটি টাকার মালিক হয়েছেন এবং কিছুদিন পুর্বে হজ্ব এবং এলাকায় জমিও ক্রয় করেছেন যাহারা সালিশ বসেছিল গত ৪-৫দিন পুর্বে তার আয়ের উৎস শুধুমাত্র এই সনদপত্র বিহীন ডক্টর চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে কুটি কুটি টাকার মালিক হয়েছেন এবং অনেক লোকজন তার চিকিৎসার জন্য মারাও গিয়েছে এবং তার এই ভুয়া চিকিৎসক চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে কুটি কুটি টাকার মালিক হয়েছেন যেই টাকা দিয়ে বাড়ী, মটর সাইকেল এবং কিছুদিন অগে হজ্ব করেও এসেছেন অথচ এম বি বি এস পাশ করার ডক্টরদের উদ্দেশ্যে আমাকে জানান যে বরিশাল বিভাগের যে কোন ডক্টর ইঞ্জেকশন দিলে ক্যান্সারে আক্রান্ত হয় কিন্তু সুলতান প্যাদার ইঞ্জেকশন দিলে রুগী ভালো হয়ে যায় এবং কোন প্রকার ক্ষতি সাধন হয় না রোগিদের এবং তিনি এমবিবিএস ডক্টরদের নামে বলে সনদ থাকলেই চিকিৎসা দিতে পারে না যাদের ডক্টরী সনদ নেই তাদের চিকিৎসা এম বি বি এস পাশ করা ডক্টর এর চেয়ে অনেক ভালো চিকিৎসা করে আসছি আমার জীবনে তার ৮০ বছর বয়স (আনুমানিক) তিনি দীর্ঘ (৪৬) ছেচল্লিশ বছর যাবত অবিবাহিত, বিবাহিত নারী পুরুষদের পাইলস সহ বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করে আসছেন তার চিকিৎসক এর চিকিৎসা পত্রের প্যাডে প্রদান করেন না সাদা কাগজে চিকিৎসার ব্যাবস্থাপত্র লিখে দেন রোগীদের।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরের এই ধরনের অপচিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য এবং সনদ বিহীন এই চিকিৎসকগন কিভাবে গ্রামের সাধারণ জনগণকে ধোকা, ধান্ধাবাজ, চিকিৎসক এর জন্য গ্রামের সহজ সরল স্বভাবের মহিলা, পুরুষদের সেই সরলতার সুযোগই কাজে লাগিয়ে প্রতিটি রুগীকে বিভিন্ন ধরনের হয়রানি করে তাদের থেকে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন সুলতান প্যাদা সনদ বিহীন এই ভুয়া প্রতারক চিকিৎসক আমি তার সাথে রোগীর কথা বলে জানতে পেরেছি যে তার প্রাথমিক ফি হলো কমপক্ষে (৫,০০০) পাচ হাজার টাকা।

একজন ভুয়া চিকিৎসক, প্রতারক এবং ধান্দাবাজ চিটার বাটপার না হতো তাহলে তো তার চিকিৎসার ফি কিভাবে(৫,০০০) পাচ হাজার টাকা দাবী করেন যেখানে একজন নামকরা এম বি বি এসপিএইচডি ও গোল্ড মিডিলিষ্ট করা ডক্টর এর ফি সর্বোচ্চ (১,০০০-১,৫০০) এক হাজার থেকে পনেরশত টাকা আর সনদ বিহীন এই ভুয়া প্রতারক চিকিৎসক ধান্ধাবাজ চিটার বাটপার অপচিকিৎসক আমার কাছে (৫,০০০) পাচ হাজার টাকা ভিজিট দাবী করেছেন যার সকল অডিও ভিডিও ফুটেজ সহ সকল প্রকার ডকুমেন্টস আমার কাছেই রয়েছে এবং তার অনেক সম্পদ কোথা থেকে এসেছে সেই ব্যাপারে আমি পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়, বাউফল এর ইউ এন ও এম বি বি এস ডক্টর এসোসিয়েশন সহ স্বাস্থ্য অধিদপ্তর এর মহা পরিচালক এর হস্তক্ষেপ কামনা সহ
বাউফল থানার অফিসার ইনচার্জ ও সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ভুয়া প্রতারক সনদ বিহীন চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে কুটি কুটি টাকার মালিক হয়েছেন এটা আইন এবং সমাজের জন্য অকল্যাণকর তাই এই ভুয়া প্রতারক চিকিৎসক সুলতান প্যাদা সহ এই ধরনের সনদ বিহীন চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে কুটি কুটি টাকার মালিক হয়েছেন সেই সকল ভুয়া প্রতারক চিকিৎসক সুলতান প্যাদা সহ সকল অপচিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা এবং আমার অভিযান নিউজ টিভি অভিযান টিমকে এই ধরনের অপকর্মের তদন্ত করার জন্য এবং সংবাদ যাহা সংগ্রহ করেছি এবং বাকী সংবাদ সংগ্রহ করতে আইনগত সাহায্য সহযোগিতা কামনা করছি পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং বাউফল থানার অফিসার ইনচার্জ আমার অভিযান টিমের উপর বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ জীবন নাশতার হুমকি ধামকি প্রদান করে আসছেন এই সনদ বিহীন চিকিৎসার নামে অপচিকিৎসা মো: সুলতান প্যাদা ও তার ভাড়াটে খুনী সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং প্রান নাশের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন তাই আমার সংবাদ সংগ্রহ করতে আইনগত সাহায্য সহযোগিতা কামনা করছি বাউফল থানার অফিসার ইনচার্জ ও সকল প্রশাসনের কাছে যাতে করে সমাজের দুর্নীতি ও ভুয়া প্রতারক অপচিকিৎসাকদের হাত থেকে গ্রামের সাধারণ লোকজন প্রতারিত হতে না হয় এবং এই ডা: সুলতান প্যাদার মতো সমাজে অনেক বড় বড় দুর্নীতি ঠেকাতে আমি সাংবাদিক ছালেহ বিপ্লব বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান প্রতিদিনের দুর্নীতির সংবাদ আমাদের সময় পত্রিকার সংবাদ সংগ্রহ লোকজন চালিয়ে সমাজেকে দুর্নীতিমুক্ত করার জন্য উপরো সকল প্রশাসনের সকল প্রকার সাহায্য সহযোগিতা কামনা করছি এবং আমাদের সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের উপর হামলা চালানোর সংবাদ জানতে পেরেছি তাই আমাদের টিমের সাথে প্রশাসনের জনবল আমাদের সাথে আশে পাশে থেকে সংবাদ সংগ্রহ করতে আমাদের নিরাপত্তা প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।


এই বিভাগের আরও খবর