তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো চীফ
গত ২০ মে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ধানমন্ডি থেকে ২৩- বঙ্গবন্ধু এভিনিউতে রেলী করা হয়।
কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাও.ড.কে এম আব্দুল মুমিন সিরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের – এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ – এম.পি,ও আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা,বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন জুয়েল বক্তব্য রাখেন।
সিলেট বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল মুকিত পান্জাতনী। আব্দুল মুকিত পান্জাতনী তার বক্তব্যে বলেন,আমরা বাংলাদেশ আওয়ামী ওলামালীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ছিলাম,আছি,থাকবো ইনশাআল্লাহ। হবিগন্জ,মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন, কেন্দ্রীয় ওলামালীগ যখন, যে কর্মসূচি দিবে তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আরো উপস্থিত ছিলেন মাও: তৈয়ব আলী,মাও. কে এম মিনহাজ্ব উদ্দিন, মাও. আনোয়ার,হাজী খালেদ আহমদ,মোশতাক আহমদ,হাফিজ শপিকুল,হাফিজ মুজিবুর রহমান সহ সিলেট বিভাগ ও সারা বাংলাদেশের পীর মাশায়েখ ও ওলাময়ে কেরাম।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকের সম্মেলনের উপস্থিতি খুবই চমৎকার, তিনি আশা প্রকাশ করেন যে, ওলামালীগে কোন দালাল,চাটুকার ডুকতে পারবে না, ভাল আলিম ওলামাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রত্যেকটি কমিটি গঠন করা হবে । সিলেটসহ সারাদেশ থেকে পীর মাশায়েখ ও আলেম ওলামাসহ ওলামালীগের দেশ বিদেশ থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।