রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুর সাথে সাংবাদিকদের কুশল বিনিময় ব্রাক্ষনবাড়ীয়া ২ সরাইল উপজেলার রাজনীতি ইসলাম প্রচার সমিতি বান্দরবান পার্বত্য জেলা কার্যনির্বাহী কমিটি’র অভিষেক নীলফামারী-৩ আসনে বিএনপির প্রার্থী না দিলে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন জসিনুর রহমান অনিবন্ধিত ৩৩ টি রাজনৈতিক দল একত্রিত হয়ে সম্মিলিত সমমনা জোটের আত্মপ্রকাশ ৫৫ নং ওয়ার্ডে এনসিপি’র গণসংযোগ ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে নির্বাচিত হলে, জনগণের খাদেম হিসেবে কাজ করব— নূরুল ইসলাম বুলবুল সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর নেই গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব ও নতুন করে সভাপতির দায়িত্বভার গ্রহন করার প্রসঙ্গে আমার বক্তব্য

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

***************************************
অনিচ্ছা স্বত্বেও সবার চাপেরমুখে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব নিতে হল। কারন প্রেসক্লাব প্রতিষ্ঠার ৩৬ বছর পর ২০১৬ সালে প্রেসক্লাবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নতুনদের দায়িত্ব দেই। তার পরও প্রেসক্লাব পরিচালায় নিয়মীত প্রেসক্লাবেই সময় দিয়ে আসতে হয়। আমার সাংবাদিকতার ৪৮ বছরের ৪৪ বছরই প্রেসক্লাব ঘিরে।
সর্বশেষ ২০২৩ সালের ১ মে পূর্বের কমিটি ৬মাসের জন্য রিনিউ করে দেই। ওই সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বড় আকারে একটি সম্মেলন করার সিদ্ধান্ত দেই। ওই কমিটির কর্মকর্তারা সেই যে লাপাত্তা —-। প্রেসক্লাব নেতৃত্ব শূণ্য হয়ে পড়ে। ওরা প্রেসক্লাব ধ্বংসের নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রেসক্লাবকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানালেও কোন গুরুত্ব পাইনি। ষড়যন্ত্র …..। অবশেষে সাংবাদিক ও সুশিল সমাজের অনুরোধে আবারো দায়িত্ব নিতে বাধ্য হয়েছি।

বিগত কয়েক বছরে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বপালনে নিস্ক্রিয়তার কারনে প্রেসক্লাবটি তার অতীত গৌরবের ধারাবাহিকতা রক্ষায় পিছু হটতে থাকে। অনেকেই প্রায় গত একবছর ধরে প্রেসক্লাবের সাথে কোন ধরনের সম্পর্ক বা দায়িত্ব পালনে ভূমিকা না রাখায়, সকলের অনুরোধে আবারো সভাপতির দায়িত্ব গ্রহন করতে বাধ্য হলাম।

তাই দেশবাসীর প্রতি অনুরোধ অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও যেন সততা, সাহসীকতার সাথে নীতি ও আদর্শ পথ চলায় আপনাদের সহযোগীতায় এগিয়ে যেতে পারি তার জন্য দোয়া ও সহযোগীতা কামনা করছি।

নিচের অংশে সম্মেলনের বিস্তারিত তথ্য দেয়া আছে।

সভাপতি-বাশার, সম্পাদক-আক্তার, সাংগঠনিক সম্পাদক রাজীব
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এএিম আতিকুর রহমান বাশারঃ
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের গৌরবের পথ চলার ৪৪ বছর- এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশারকে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যদয়ের প্রতিনিধি সফিউল আলম রাজীবকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার এর সভাপতিত্বে এবং সাংবাদিক আক্তার হোসেন ও মো. সাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও জনতার চেয়ারম্যানখ্যাত ৪ নং সুবিল ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভূইয়া।

নবনির্বাচিত কমিটি’র নাম ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সারওয়ার হোসেন মুকুল ভ‚ইয়া।

কমিটির অন্যানরা হলো- সহ সভাপতি পদে দৈনিক সময়ের কাগজের হুরবানু আক্তার পলি, দৈনিক আমাদের নতুন সময়ের মোঃ সাহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের মোঃ ময়নাল হোসেন ভিপি, দৈনিক বাংলাদেশের খবরের একেএম মিজানুর রহমান কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকালের খবরের মোঃ আহাম্মেদ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার আলোড়নের মোঃ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক দৈনিক নাগরিক ভাবনার এমজে মামুন, অর্থ সম্পাদক মাই টিভির মোঃ সোহেল রানা, সহ-অর্থ সম্পাদক এশিয়ান টিভির মোঃ নেছার উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাপ্তাহিক অগ্রযাত্রার মোঃ মনির মোশাররফ, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক সাপ্তাহিক অপরাধ বিচিত্রার মোঃ বিল্লাল হোসেন, সহ-সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিনের মোঃ আব্দুল আলীম, তথ্য গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক দৈনিক দেশ বাংলার মেহেদী হাসান রিয়াদ, সহ তথ্য গভেষণা ও আইন বিষয়ক সম্পাদক দৈনিক ভোরের দর্পনের মোঃ শাহজালাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের সংবাদের তাছকিয়া রহমান প্রতিভা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আলোকিত সকালের মোঃ রুহুল আমীন হাজারী, নির্বাহী সদস্য বিজয় টিভির মোঃ এনামুল হক, দৈনিক কুমিল্লার আলোর মোঃ মামুনুর রশিদ, মোঃ আল আমিন ও দৈনিক ঢাকা প্রতিদিনের মোঃ পারভেজ সরকার।
প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা গনতন্ত্রের চোখ, অসহায় বিচার বঞ্চিত মানুষের আশ্রয়স্থল। দেবীদ্বার উপজেলা প্রেসকøাবের ৪৪ বছরের পথচলাটি গৌরবময়, দেশ-বিদেশে খ্যাতী পেয়েছে। আমি আশা করব আগামী দিনগুলোতে প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকগন জাতির ক্রান্তিকালে, অসহায় মানুষের পাশে থেকে খুরধার কলমে সততার সাথে বস্তু নিষ্ঠ ও তথ্যবহুল, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবে।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বলেন, অতীতের গৌরবময় ধারা অব্যাহত রেখে আগামী দিনগুলোতেও দেশাসীকে নিয়ে এগিয়ে যাব। সকলের চাপে আমার অনিচ্ছাস্বত্বেও পুনঃরায় সভাপতির দায়িত্বভার নিতে হয়েছে। তবে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সদস্য পাওয়ার আবেদনের সময়সীমা আগামী জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা প্রেসক্লাবের আদর্শ-নীতি, গঠনতন্ত্র মেনে, সংবাদপত্র ও সাংবাদিকতাকে নীতি নৈতিকতা বিবর্জিত না হয়ে সাংবাদিকতাকে পেশাগত ভাবে গ্রহন করবে তাদের সদস্য ফরম সংগ্রহের সুযোগ থাকবে। আমার পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন ও সকল সাংবাদিকদের জন্য শুভ কামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category