শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

ডিআইজি ড. হাসান উল-হায়দারের দিক নির্দেশনায় আধুনিক আঙ্গিকে রাজারবাগ পুলিশ হাসপাতাল

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল : বর্তমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ডক্টর হাসান উল-হায়দার। তাঁর যোগদানের পর থেকেই ধীরে ধীরে পাল্টে যেতে থাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সার্বিক রুপ। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সেবার মান সবকিছুতেই এসেছে আধুনিক পরিবর্তন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ হাসপাতাল। ৫ একর জুড়ে হাসপাতালটি নির্মিত হলেও সেবার মান ছিলো অনুন্নত। রোগীদের ভোগান্তিও কম ছিলো না। কিন্তু ড. হাসান উল-হায়দারের পরিচালনা এবং দিক নির্দেশনায় নতুন রুপে সেজেছে হাসপাতালটি। মানসম্মত সেবা এবং দৃষ্টিনন্দন ভবন দুয়ে মিলে আধুনিক হাসপাতালে পরিরনত হয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতাল। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ ডাক্তার, নার্স, রোগীদের জন্য পরিচ্ছন্ন বেড, আউটডোর,অপারেশন থিয়েটার, স্বাস্থ্যকর পরিবেশে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা সব কিছুই ডিআইজি ড. হাসান উল-হায়দারের বুদ্ধিদীপ্ত পরিচালনার সুফল। শুধুমাত্র রোগীদের সুবিধা নয়, রোগীদের সাথে থাকা স্বজন এবং দর্শনার্থীদের জন্য রয়েছে খাবারের ক্যান্টিন এবং নামাজের জন্য মসজিদ। রয়েছে পুলিশ বাহিনীর কর্মকর্তাদের জন্য সম্পূর্ন ফ্রি চিকিৎসা। বর্তমান বৈশ্বিক মহামারি করোনা কালেও থেমে নেই কার্যক্রম বরং নতুন উদ্যমে সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা হাসপাতালের সেবার মান এবং মনোরম পরিবেশে খুবই সন্তুষ্ট। হাসপাতালের কর্মরত একজন প্রকৌশলী বলেন, ডিআইজি হাসান উল-হায়দারের দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। রাজারবাগ পুলিশ হাসপাতালকে সেবা এবং গুনগত মানের দিক দিয়ে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে স্যারের ভূমিকা অপরিসীম। ডিআইজি স্যারের সততা, নিষ্ঠা এবং কর্ম দক্ষতায় প্রতিনিয়ত আরো ইন্নত হচ্ছে হাসপাতালটি। তিনি আরও বলেন, বর্তমানে সকল বিভাগে সেবা প্রদান করা হলেও সেবার মান এবং পরিধি বাড়াতে এখনো কাজ অব্যাহত রয়েছে। ড. হাসান উল-হায়দারের দক্ষ পরিচালনা এবং চলমান কাজের ধারা অব্যাহত থাকলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালটি আধুনিকতার রোল মডেল হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চিকিৎসাধীন একজন পুলিশ সদস্য বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ড. হাসান উল-হায়দার স্যার পরিচালক হিসেবে যোগদান করার পর হাসপাতালের সেবার মান এবং পরিবেশের আধুনিকায়ন চোঁখে পড়ার মত। সম্পূর্ন নিজস্ব তত্ত্বাবধায়নে মনোরম পরিবেশে, অত্যাধুনিক প্রযুক্তিতে সেবার গুনগত মান নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়নতা এবং দায়িত্বের প্রতি ভালোবাসার কারনে ডিআইজি ড. হাসান উল-হায়দার স্যার শুধুমাত্র রাজারবাগ পুলিশ হাসপাতালের নয় বরং পুরো পুলিশ বাহিনীর গর্ব।


এই বিভাগের আরও খবর