মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ বগুড়া
১৩ নভেম্বর বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে আর্থ -সামাজিক সেবামূলক সংস্থা ‘তোমাদের জন্য ‘ সংস্থার উদ্যোগে এবং সরেজমিন গবেষণা বিভাগ,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (পিএআরআই) বগুড়া কর্তৃক বাস্তবায়িত শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বারী ১৪ সরিষার বীজ ও ব্রণ সার বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তোমাদের জন্য ‘ সংস্থার নির্বাহী পরিচালক হামিদুল হক শিলু,সরেজমিন গবেষণা বিভাগ বগুড়ার সহকারী গবেষক রতন কুমার পাল। ‘তোমাদের জন্য ‘ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আলম তুষার,
সুপারভাইজার কামাল উদ্দিন, মাঠ পরিদর্শক আলআমিন,আবু নাছের, নির্বাহী সদস্য শাহিদুল ইসলাম,রিজাবুল হাসান রকেটসহ সুবিধাভোগারী উপস্থিত ছিলেন