মো. আলমগীর মোল্লা
কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
১২ ই নভেম্বর, তারুণ্যের উৎসব কেন্দ্র করে কালীগঞ্জে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে সকাল থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলে।
কালীগঞ্জ উপজেলার তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে” এসো দেশ বদলায় পৃথিবী বদলায় “এই স্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনের বইমেলা কারু শিল্পী ও উদ্যোক্তা মেলা পিঠাউৎসব চিত্র প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম কামরুল ইসলাম কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোস্তাফিজুর রহমান সম্মানিত সদস্য(সচিব ) বাংলাদেশ পরিকল্পনা কমিশন , পরিকল্পনা মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
দুপুর তিনটায় শুরু হয় ফুটবল ফাইনাল খেলা বক্তারপুর ইউনিয়ন ফুটবল টিম ও তুমিলিয়া ইউনিয়ন ফুটবল টিম চুড়ান্ত পর্বে ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। ২ গোলে বিজয়ী টিম বক্তারপুর ইউনিয়ন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া সহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগন বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রশাসক,চেয়ারম্যানদয়, রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরিশেষে পুরুস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।