রনজিৎ সরকার রাজ,
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একাধিক জনকল্যাণমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজীদ মিয়ার উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজীদ মিয়া অসুস্থ মানুষদের আত্মিক ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি দৌলতপুর সড়ক সংস্কার ও মানকিয়া রাস্তার মাটি দেওয়ার কাজেরও শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।। উপস্থিত বক্তারা বলেন, এসব উন্নয়নমূলক উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণ করবে এবং যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজীদ মিয়া বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।”
স্থানীয়দের দাবি, যদি তিনি নির্বাচিত হন, তবে সুজালপুর ইউনিয়ন আগামী দিনে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে এমন আশাবাদ তাদের কণ্ঠে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।