দক্ষিনখান ৫০ নং ওয়ার্ডের উঠান বৈঠক মাদক চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ার দিলেন হেলাল তালুকদার
স্টাফ রিপোর্টার:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফার রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দিতে মঙ্গলবার রাতে দক্ষিণ খান ৫০ নং ওয়ার্ড মুন্সি মার্কেট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিনখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার।
তিনি বলেন, নতুন এক লেবাসধারী দল এখন প্রকাশ্যে এসেছে—যারা আগে গুপ্তভাবে বা আন্ডারগ্রাউন্ডে কাজ করত। এ দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, আর তারা পিআর পদ্ধতির ভোট মানে—যেখানে নিজেদের লাভের অংশটাই মূল লক্ষ্য, আর অন্য দলের জন্য তা কেবল শুভঙ্করের ফাঁকি। হেলাল তালুকদার আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা প্রকৃতপক্ষে বিএনপির কেউ নয়; তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর। তিনি আরও বলেন, ১৯৭১ তারা এ দেশের মা-বোনদের সঙ্গে যে বর্বরতা করেছিল, তা জাতি ভোলেনি। এরা লেবাসধারী, মুনাফেক। কিছু ভোটের আশায় তারা ঈমান বিক্রি করে দিচ্ছে। সম্প্রতি দুর্গাপূজায় গিয়ে তারা বলেছে রোজা আর পূজা এক সমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল, কামরুল ইসলাম আকরাম, মিন্নত আলি, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন সবুজ,৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে নেতারা বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনার শেষে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।