জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন’সহ ৫দফা গণদাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি ও নভেম্বর-২৫ইং এর মধ্যে গণভোট দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে বিক্ষোভ সমাবেশ বক্তব্য বলেন
বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।
২৭ অক্টোবর-২৫ইং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল আজ বাদে আছর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান বনফুলের সামনে এক সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে সমাবেশে তিনি বলেন জাতীয় ঐক্যমত কমিশন কতৃক সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে রচিত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তির মাধ্যমে নভেম্বর এর গণভোট দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের মিডিয়া ও যুব বিভাগের সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম,জেলা শিবিরের সভাপতি শামসুদ্দিন তিবরিজ,পৌর আমীর মাও: হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, রোয়াংছড়ি উপজেলা জামায়াতের সভাপতি এড. মুহাম্মদ শাহাদাত হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী এড. শাহনেয়াজ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমরানুল হক, ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারী মুহাম্মদ মোস্তাক আহমেদ প্রমূখ।