উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত মারকাজুস খেলাফত জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আজ বিকেল ২টা ৪০ মিনিটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে। বক্তারা অভিযোগ করেন, গাজীপুরে এক মসজিদের খতিবকে গুম ও হত্যাচেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার সঙ্গে ইস্কনের সম্পৃক্ততা রয়েছে।
প্রায় ২৫০ থেকে ৩০০ জন আলেম-উলামা এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন
মাওলানা ইউসুফ সাদেক হাক্কানি, মহাসচিব
মাওলানা আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব
মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় নায়েবে আমির
মাওলানা ফারুক আহমেদ, নায়েবে আমির
মোঃ সুলতান মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক
বক্তারা সরকারের প্রতি জোড় আহ্বান জানান, বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে এবং মুসলমানদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কঠোর বিচার নিশ্চিত করার দাবী জানান