পড়বে যত জানবে তত-
মোহাঃ ফরিদ উদ্দীন
পড়বে যত জানবে তত
বলেন গুণী জন,
জানতে হলে পড়ার প্রতি
দিতে হবে মন।
অজানা সব তথ্যগুলি
বইয়ের মাঝে রয়,
জ্ঞানেরচর্চা করতে হলে
বই যে পড়তে হয়।
জ্ঞান-বিজ্ঞানী আছেন যাঁরা
এই ধরণীর মাঝ,
জানার তরে বই পড়েছেন
তাঁরা সকাল-সাঁঝ।
আরও পড়ুনঃ পুতব গাছের চারা কলমেঃ মোহাঃ মওলা বক্স
গড়তে জীবন আমরা সবে
পড়ি পাঠ্য বই ,
শুধু পাঠের বইটি পড়ে
কেমনে বিজ্ঞ হই?
আসুন মোরা জ্ঞান বাড়াতে
বই করি সব পাঠ,
পড়া ছাড়া জ্ঞানের প্রদীপ
উঠবে জানবে লাট।