পুতব গাছের চারা-
কলমেঃ মোহাঃ মওলা বক্স
ধরার বুকে রাখবো সবুজ ধরে
ফুলে ফুলে যাবে ধরা ভরে
কাটবে জীবন সুখে,
কাটবো না গাছ পুতব নতুন চারা
যত্ন করলে যাবে নাকো মারা
ফুটবে হাসি মুখে।
ধরার বুকে গাছ লাগালে সবে
অক্সিজেনের অভাব নাহি হবে
জ্বালানি হয় পাতা,
গাছ-গাছালি দেবে প্রাণের বায়ু
মানবজাতির বেড়ে যাবে আয়ু
বৃক্ষ আসল দাতা।
আরও পড়ুনঃ নোংরা দৃষ্টি- হালিমা সুলতানা
বৃক্ষ বিনে উষ্ণতা হয় দেশে
নানান রকম দুর্যোগ আসে শেষে
নামে আঁধার কালো।
ধরার বুকে সবুজের হোক মেলা
সতেজতায় কাটুক সারা বেলা
ধরা থাকুক ভালো।
পাখ-পাখালি গাছে বাসা করে
মৌমাছিরা মধু চাকে ধরে
মধু পায় তো কাছে,
এসো সবাই বৃক্ষ রোপন করি
সবুজ নিধন আইন দিয়ে ধরি
ঔষধ মিলে গাছে।
গণিত শিক্ষক, মিরপুর, কুষ্টিয়া।