পাখিরে তুই খবর দে-
মোঃ ইব্রাহিম হোসেন
ও পাখিরে যাহ্ নিয়ে যা
একটা আমার খবর,
তার বিরহের কষ্টগুলো
বুকে দিলাম কবর।
আর কাঁদি না তার শোকে আজ
গড়ছি নতুন ভবন,
সেই ভবনের উঁচু তলায়
বইবে সুখের পবন।
আর ভাসে না নয়ন তারায়
তার মুখেরই ছবি,
আমার নভে উদয় এখন
রঙিন প্রভাত রবি।
আরও পড়ুনঃ মুক্তি- মীর ছালেহা
আর আঁকি না স্বপ্ন কভু
সেই তো মনের রানি,
তার কারণে আমার চোখে
ঝরবে না আর পানি।
মুক্ত করে দিলাম তাকে
আর না তারে ভাবি,
সুখে থাকুক সে চিরদিন
নাই কোনো মোর দাবি।
গোদাগাড়ী, রাজশাহী