বিশেষ প্রতিনিধিঃ
সোমবার ১লা সেপ্টেম্বর সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫- ২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ -২ মৌসুমে মাসকালাই আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান কৃষকের হাতে মাসকলাইয়ের বীজ তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খুশিদুল ইসলাম ,
আরও পড়ুনঃ বগুড়া গাবতলী বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ মাদকবিরোধী অভিযান
উপজেলা কৃষি উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম ,সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক , উপজেলাএকাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলার ১০ ইউনিয়নের ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২শ ৫০ কেজি মাসকলাই বীজ, ৫শ কেজি ডিএপি সার এবং ২শ ৫০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়।