স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার (২৭ আগস্ট) বিকেলে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, দেশনায়ক তারেক রহমানের হাত ধরে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। যোগ্য, সাহসী ও পরীক্ষিত নেতৃত্বের মধ্য দিয়েই ছাত্রদল ত্রিশালে নতুন উদ্যমে এগিয়ে যাবে।
নবঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন—
সভাপতি: মোঃ ছাইম আল হাসান
সিনিয়র সহ-সভাপতি: মোঃ লিটন মিয়া
সহ-সভাপতি: মোঃ আবু রায়হান
সাধারণ সম্পাদক: মোঃ আল আমিন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শাকিল আহমেদ
আরও পড়ুনঃ সহকারী শিক্ষকদের ১০ দফা দাবি আন্দোলন মহাসমাবেশ
যুগ্ম সাধারণ সম্পাদক:
মোঃ আশিক মাহমুদ
মোঃ আরিফুর রহমান রাফি
দপ্তর সম্পাদক: মোঃ হাবিবুল ইসলাম হাসিব
প্রচার সম্পাদক: মোঃ মিনহাজুল আবেদীন জয়
ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ ওমর আলী
উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে নবগঠিত নেতৃবৃন্দ বলেন, ত্রিশালের মাটি ও মানুষের প্রিয় নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটনের অবদানেই আজ সরকারি নজরুল কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোকিত। তার নেতৃত্বেই ছাত্ররাজনীতির শেকড় আরও গভীরে প্রোথিত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ত্রিশাল সরকারি নজরুল কলেজকে অনিয়ম-দুর্নীতিমুক্ত রাখতে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনের দুঃসময়ে যারা পাশে ছিলেন, আজ তারা যথাযোগ্য মর্যাদা ও দায়িত্ব পেয়েছেন। আমরা সবাই মিলে ছাত্রদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করে তুলব। একইসঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি।
আরও পড়ুনঃ কুমিল্লায় সাবেক মেয়র সাক্কুর নেতৃত্বে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল আনন্দর্যালী
এসময় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন যে, এই কমিটির মাধ্যমে ত্রিশাল সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদল আরও সুসংগঠিত হয়ে ছাত্রসমাজের আস্থা ও বিশ্বাস অর্জন করবে।