মোঃ আল আমিন খানঃ
আমাদের মোঃ শাকিল
৪ আগস্ট ২০২৪ সকাল ৯ টায় আমার ফোনে একটা কল আসে রিসিভ করতেই ওদিক থেকে বলে ভাই আমি শাকিল আপনাকে নিয়ে খুব চিন্তা হয় আপনি আল্লাহ রাস্তে নিজের জীবনের মায়া করিয়েন আমি ছোট থেকে দেখছি আপনি এই দলের জন্য হরতাল অবরোধের এমন কোন প্রোগ্রাম নাই যে করেন নি,
বিনিময়ে দল আপনাকে কি দিয়েছে,আর আমাদের কে ও গরুর মত খাটিয়ে ছেন,আমি বল্লাম এতো কথা না বলে প্রোগ্রামে আয় দূত নিউমার্কেট ঢাকা কলেজ এর সামনে, আপনি আসলাম প্রোগ্রাম চলছে, শাকিল এসে আমার সামনে হাজির মুখে হাসি নিয়ে বলছে আমার ভাই ডেকেছে আর আমি আসবো না,
আরও পড়ুনঃ এক বুজুর্গের মায়ের ইন্তেকাল
প্রোগ্রাম শেষ করে বিকেল ৪ টায় সবাইকে বিদায় দিয়ে বাসায় আসি কিছুক্ষণ পর আমার ফোনে কল আসলো রিসিভ করতে শুনি ঐ দিক থেকে বলছে ভাই শাকিল কে বাসায় ফেরার পথে ছাত্রলীগ, যুবলীগ পিটিয়ে তার ডান পা ভেঙে ফেলেছে।
তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমি ৪০০০ হাজার টাকা পাঠিয়ে তার চিকিৎসা করতে বলি, এবং বাসা থেকে বেরিয়ে পুলিশের ভয়কে অপেক্ষা করে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে দেখি শাকিব ডান পা তিনটা ভাঙা দিয়েছে।
আজ শাকিল সবার কাছে বলে আমার ভাই মোঃ আল-আমিন খান এর ডাকে সাড়া দিতে গিয়ে আমার এই অবস্থা। পঙ্গু হাসপাতাল থেকে সরকারিভাবে তার চিকিৎসা হয় ইনশাআল্লাহ শাকিল এখন হাঁটতে পারে কিছু টা।
আল্লাহ আপনি আমাকে এদের কাছে অনেক বড় ঋণী করে রেখেছেন, আপনি তাদের জন্য কিছু করার সুযোগ দিন আল্লাহ।