স্টাফ রিপোর্টারঃ
বিবরণে জানা যায়, চেয়ারম্যানের কারনে পরিষদ বার্ষিক ০৯ টি সভা করতে ব্যর্থ এবং জুন/২০২৫, জুলাই ২০২৫, এবং আগস্ট ২০২৫ পরপর ৩টি সভা করতে ব্যর্থ হয়। পরিষদের সকল সদস্য রাজী থাকলেও চেয়ারম্যান ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সভা করেননি বলে অভিযোগ। যাহা চেয়ারম্যান এর বিরুদ্ধে ধারা ৩৪ উপধারা ৪ এর ক ও চ অনুচ্ছেদ লংঘন।
টি.আর/কাবিখা/কাবিটা/এডিপি/ভূমি হস্তান্তর কর ১% বিভিন্ন প্রকল্পের টাকা কোন প্রকার রেজুলেশন ব্যতীত চেয়ারম্যান একক কর্তৃত্বে নামে বেনামে ভূয়া প্রকল্প দেখিয়ে ব্যক্তিগত ভাবে প্রচুর টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে সরকারী বস্তা ব্যবহার করায় ১’শ ৫৬ বস্তা চাল জব্দ
মাতৃত্ব/বয়স্কভাতা/বিধবা/প্রতিবন্ধী উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে চেয়ারম্যান একক সিন্ধান্তে থেকে টাকার বিনিময়ে উপকারভাগী নির্বাচন করে থাকেন। ওয়ারিশ সনদ ফি আদায় করে চেয়ারম্যান এককভাবে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।
উক্ত অভিযোগেসমূহ পর্যালোচনা করে দুলালপুর ইউনিয়ন পরিষদের স্বার্থে অত্র ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক মোল্লাকে বরখাস্ত করার জন্য অনাস্থা প্রস্তাব পেশ করেন মেম্বাররা।