মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
দীর্ঘ তিন দশকের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) জনাব মোহাম্মদ শাহজাহান।
তাঁর অবসর গমন উপলক্ষে ২১ আগস্ট বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জনাব মোহাম্মদ শাহজাহান ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান।
আরও পড়ুনঃ সুনামগঞ্জের প্রখ্যাত বাউল সম্রাট শাহ্ আঃ করিমের সংবর্ধনা অনুষ্ঠানে
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব খান ইকবাল হোসেন।
এছাড়া প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহীবৃন্দ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএমডি মোহাম্মদ শাহজাহান তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন ও অবসর জীবনের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বক্তারা সোনালী ব্যাংকে কর্মকালীন মোহাম্মদ শাহজাহানের বিভিন্ন সফলতা ও অবদান তুলে ধরেন এবং তাঁর সুস্থ ও আন্দনময় অবসর জীবন কামনা করেন।