রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় থেকে ভূয়া পুলিশ সেজে চলাফেরা করা এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম তুষার শেখ। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
সেনা সূত্রে জানা যায়, সোনাপুর মোড়ে ভূয়া পুলিশের উপস্থিতির খবর পেয়ে কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তুষারকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়। থানার এসআই মো. রিপন মোল্লা তাকে গ্রহণ করেন।
আরও পড়ুনঃ ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান, তার বড় ভাই আয়নাল শেখ বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত ও প্রতারিত হতে পারে।