এম এ রউফ কাতারঃ
একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার আশেপাশে কেউ কি আছেন,যিনি রাজনীতি করে গরিব হয়ে গেছেন? উত্তর একটাই,না।কারণ যারা রাজনীতিতে আসে,তারা গরিব থাকতেই আসেন এবং রাজনীতিকে ব্যবসা বানিয়ে নিজেদের ভাগ্য বদলাতে আসেন।তারা মানুষের ভোটে আসে,কিন্তু কাজ করে নিজের জন্য।এই কি আমাদের দেশের রাজনীতি,এইভাবে কি দেশ উন্নয়ন সম্ভব?
আরও পড়ুনঃ এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না ৫৬ বছর ধরে হয় না ভবিষ্যতে ও হবে না
রাজনীতি যদি মানুষের সেবা হতো, তাহলে রাজনীতিবিদরা গরিব হতো,ধনী হতো জনগণ।বাস্তবটা ঠিক উল্টো।তাই এখন আর চুপ করে থাকার সময় নেই।আপনার এলাকার সত্যিকারের উন্নয়ন চাইলে জবাব চাওয়ার সময় এখনই এবং রাজনীতির নামে লুটপাটকারীদের মুখোশ খুলে দেওয়ার।আপনি আপনার এলাকার উন্নয়ন চাইলে,আজই কঠোর পদক্ষেপ নিন।