এম এ রউফঃ
এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না ৫৬ বছর ধরে হয় না ভবিষ্যতে ও হবে না।
কারণ লোভে পাপ পাপে পাইছে । এরা দেশের জন্য কাজ কর্ম করতে আসে না। দেশ
গোল্লায় যাক তাদের কোন মাথা ব্যাথা নাই।
কিছু সময়ের জন্য সবাই আসেন।চেহারা দেখানোর জন্য। এই দেশ পরিবর্তন আগেই হইতো। এখন সাধারণ নাগরিক বোকা না। আমরা সবাই শিক্ষক ভালো থাকূন নিরাপদ থাকূন।
আরও পড়ুনঃ সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতা সাদা কাফনে মোড়ানো
আবার ও বলি লোভে পাপ পাপে মৃত্যু আমরা এই সব মৃত্যু কে আমলে নিবো না।
মূলত শান্তি শৃংখলা চাই সকল নাগরিক মৌলিক অধিকার চাই গনতন্ত্র অধিকার চাই। বাক স্বাধীনতা চাই।
অন্যর কথা শুনি না। মূখে মূখে ইতিহাস শুনি না। ধন্যবাদ। অদ্ভুত অদক্ষ শিক্ষক দারা নোংরা রাজনৈতিক মিথ্যা কথা জাতি সংগে বেইমানি বাটপারি প্রতারণা করেছেন।