দিনাজপুর প্রতিনিধি:
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান অঙ্গনে গিয়ে শেষ হয় এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম,
আরও পড়ুনঃ সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিবাদ সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার রায়। ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজকের শোভা যাত্রা।