বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি মোবারক হোসেন জামিনে এসে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাট্টার পার গ্রামের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন খোকার ওয়েস্টেজ প্রতিষ্ঠানের সামনে মোবারক হোসেন ও তার ১০-১৫ জন সহযোগী মোটরসাইকেল নিয়ে আসেন। এ সময় তারা খোকার কাছে চাঁদা দাবি করেন।
একপর্যায়ে খোকাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে শিবপুর থানার এসআই রাকিব হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি এলাকা পরিদর্শন করে দুটি তাজা ককটেল উদ্ধার করেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন খোকা জানান, মোবারক হোসেন গং বেশ কিছুদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিলেন। এর আগে মদিনা মেইন গেটের পূর্ব পাশে নুরুল ইসলামের দোকানের সামনে মোবারক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে তাকে ভয় দেখান। বুধবারের হামলার পর তিনি কোনোমতে জীবন নিয়ে পালিয়ে এসেছেন। খোকা জানান, সন্ত্রাসীরা তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে।
এলাকাবাসী জানান, মোবারক জামিনে আসার পর থেকেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। চাঁদাবাজি, হুমকি-ধমকি এবং প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের কারণে তারা আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
নাশকতা ও হামলার ঘটনায় মোবারক হোসেন (৩০), তার সহযোগী মো. তুষার মিয়া (২৮) এবং বাদশা মিয়া (৩৫) সহ ১০-১৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে