মোঃ রানা মিয়া, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলা গাবতলী উপজেলায় মহিষাবান ইউনিয়ন রানীর পাড়া মন্ডলপাড়া গ্রামে গত রাত ১১ ঘটিকায় সামছুল হক এর ছেলে আল হেলাল মেয়ে নিয়ে নিজ বাসায় গ্রামবাসীর হাতে আটক হয়েছে। এলাকাবাসী জানাই গভীর রাতে ছেলে ও মেয়ে তাদের ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।
মেয়ে নাম মোছাঃ বুশরা গ্রাম সাবগ্রাম সরকার পাড়া তারা বর্তমানে নারুলি বসবাস করে। মেয়ের বাবা বগুড়া রাজাবাজারে কাঁচামালের আড়ৎ রয়েছে। এলাকাবাসী তাদের দুজন কে বিয়ে দিতে চাইলে প্রথমে রাজি হলেও পরে মেয়ে আপত্তি জানায় এবং বিয়ে করতে অস্বীকৃতি করে।
এলাকাবাসী গাবতলি থানায় বিষয় টি অবহিত করলে ছেলের মামা এসে বিষয় টি মীমাংসা করার জন্য মেয়ে মা কে ফোন দিয়ে তার জিম্মায় মেয়ে নিয়ে যায়, এ বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।