রাজাপুর , ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে সিএনজি, ডিজেল, পেট্রোল, অকটেন, এলপিজি, এলএনজি চালিত অটোরিকশা, মিশুক, বেবী ট্যাক্সি, মাহিন্দ্রা ও অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়নের (শ্রম মন্ত্রনালয়ের নিবন্ধন নং বরিশাল -৫৬) উদ্যোগে অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট-২০২৫) বিকেলে উপজেলার বাঘরী বাজারে স্থাপিত প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা শাখার সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নাসিম উদ্দিন আকন,
বিএনপির উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ৬নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ফোরক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মন্নান প্রমুখ।
আরও পড়ুনঃ লামায় টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা সিএনজি, অটোরিকশা, মিশুক, বেবী ট্যাক্সি, অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ঐক্য, অধিকার সংরক্ষণ ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।