আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক ফাসি ও সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির রাজাপুরের সাংবাদিকরা।
১১ আগস্ট-২০২৫ সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাজাপুরের সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে রাজাপুর থানার সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।
মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুনঃ তাকদীরের প্রতি ঈমান: তাকদীর প্রতি ঈমান ছাড়া মুসলিম দাবি করার সুযোগ নেই
বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে সাংবাদিক তুহিনকেসহ অনেক সাংবাদিককে নির্মমভাবে খুন হতে হতোনা। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।
তারা তুহিন হত্যার বিচার কাজ দ্রুত টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে যারা খুনিদের মদদদাতা রয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়নের জোর দাবি জানানো হয়।