মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় উপজেলা পরিষদ চত্বরে।শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে কুপিয়ে জবাই করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন লামায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ইউসুফ মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়ব আলী, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রূপালী বাংলাদেশ লামা প্রতিনিধি, তারেক আহামেদ বোখারী, জাহাঙ্গীর আলম, স্বদেশ বিচিত্রা লামা আলিকদম প্রতিনিধি।
লামা সাংবাদিক ইউনিটি সভাপতি চৌধুরী মোঃ সুজন এবং বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখার আহবায়ক দৈনিক আইন বার্তা পত্রিকার লামা আলীকদম প্রতিনিধি মোহাম্মদ করিম প্রমুখ। একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া সাংবাদিক সাগর রুনি দম্পতিসহ হত্যা নির্যাতনের বিচার ও রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়। একই সঙ্গে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দেন, এইসব হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে, সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানান