লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষীপুর রামগতিতে মেঘনা নদীর ব্রিজ-ঘাট এলাকায় নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৭জুলাই) সকালে চরগাজী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে ব্রিজ ঘাটে নৌকার মধ্যে থাকা এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা নৌকাতে ভাত রান্না করছিলো। গ্যাস সিলিন্ডারটি নিচে ছিল। হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।এ সময় নৌকার ওপরে ঘুমিয়ে থাকা চার জেলে দগ্ধ হয়। খবর পেয়ে নৌ পুলিশ এবং আশেপাশের লোকজন দ্রুত এসে তাদেরকে প্রথমে আলেকজান্ডার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুনঃ দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং স্থানীয়রা সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রাথমিক ধারনা অনুযায়ী বলেন পুরনো গ্যাস সিলিন্ডার হওয়ার কারণে হয়তো গ্যাস সিলিন্ডারটি লিক ছিল সেখান থেকে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
আহতরা হলেন আমজাদ হোসেন ,গনি খাঁ, আবুল খায়ের , ফারুক হালদার।