মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে উপজেলা পরিষদ থেকে চুরি হওয়া আরো ১টি মোটর সাইকেল গতকাল সোমবার ভোরে দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার জাহানাবাদ পুকুরপাড়া গ্রামের দেলোয়ার হোসেন দেলুর ছেলে মিজানুর রহমান মিজানের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক তাকে
গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার ভোরে গ্রেফতার সিফাত আহমেদ রাফি ও পলাতক আসামী আবু মুসা মোটরসাইকেলটি চুরি করে মিজানুর রহমানের নিকট বিক্রয় করেছে বলে
সিফাত আহমেদ রাফি স্বীকার করে। তার দেয়া তথ্য মতে দিনাজপুর থেকে মোটরসাইকেলসহ মিজানকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।