বগুড়া সদর উপজেলার আহবায়ক ও আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাবগ্রাম শাখার সভাপতি শ্রী অতুল চন্দ্র দাস সাবগ্রাম বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন….গতকাল শনিবার ০২ রা আগস্ট বিকালে বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন চারমাথা ভবের বাজারে তাদের নিজস্ব কার্যালয়ের সামনে।
শ্রী অতুল দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন, উক্ত মানববন্ধনে উপস্থিত বগুড়া ১৬ নং সাবেক ওয়ার্ড কমিশনার, বগুড়া জেলা বিএনপির যুববিষয়ক সন্পাদক হারুনুর রশিদ সাজু বলেন অতুলের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে অতি দ্রুত আইনের আওতায় আনা।
আরও পড়ুনঃ মীর জাফর কাহারা লক্ষ্য করুন ইতিহাস ভূলা যাবে না
বগুড়া জেলা পুলিশ সুপারের কাছে আহবান জানান,বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল বলেন সাত দিনের ভিতরে প্রকৃত আসামি গ্রেপ্তার না করলে বড় ধরনের কর্মসূচি হাতে নিবে বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু খান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন বলেন সকল দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার না করলে বড়ো ধরনের আন্দোলন করবেন সংগঠনটি, উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।