রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুুড়িগ্রামের রাজীবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নয়া মিয়া কে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানার পুলিশ।
রাজীবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোঃ নয়া মিয়া কে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার মরিচা কান্দি বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুনঃ “ভলান্টিয়ার ফর সেনবাগ” কাদরা টু গোরকাটায় বৃক্ষরোপন অনুষ্ঠিত
রাজীবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ’লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনার স্থানীয় এক জামায়াত কর্মী একটি মামলা দায়ের করে।
আটকের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম বলেন,আটককৃত আসামী কে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।