শওকত, চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী স্বনামধন্য চৌধুরী পরিবার,যে পরিবারের সদস্যদের জন্ম এদেশের কল্যাণে জীবন উৎসর্গ করা সেই পরিবারের সদস্যদের পদ দিয়ে বা নিয়ে কি হবে, চট্টগ্রাম এর মানুষের সাথে এদের আত্মার সম্পর্ক,
আধুনিক চট্টগ্রামের রুপকার শহীদ ফজলুল কাদের চৌধুরী( জেলে হত্যার শিকার ), তার সন্তান এশিয়ার লৌহ মানব খ্যাত,স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতীয় আধিপত্য ও চাণক্যনীতি বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া মহাবীর শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী (জুডিশিয়াল কিলিং এর শিকার) ,
আরও পড়ুনঃ ২০২৬-এর ঝুঁকি: আমরা কি প্রস্তুত?
তার ভাই মজলুম জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আপনি পদ বিসর্জন দিয়ে অন্ততপক্ষে বিএনপি তথা উত্তর জেলা কোটি কোটি জাতীয়তাবাদী বিএনপি’র পরিবার ও সমর্থক কে আওয়ামী দালাল গোলাম আকবর থেকে মুক্ত করলেন ❤️