মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দুই হ্যাকারকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল সাবগছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৩৫), পিতা মৃত বাদশা মিয়া এবং মুন্না (২০), পিতা আব্দুর রশিদ নামের দুইজনকে আটক করে।
অভিযানকালে তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ৫টি সিম কার্ড এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আরও পড়ুনঃ গাইবান্ধায় তিনটি হোটেলে ১৩ হাজার টাকা জরিমানা
পরবর্তীতে গোবিন্দগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাহসিনুর রহমানের তত্ত্বাবধানে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানে গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান আসাদসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।