মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা: গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা স্যার সাদুল্লাপুর থানা পরিদর্শন করেন।
থানায় আগমনের পর অফিসার ইনচার্জ সাদুল্লাপুর থানা মহোদয় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন দাফতরিক কার্যক্রম, নথিপত্র, হাজতখানা, ব্যারাক এবং চারপাশের পরিবেশ পরিদর্শন করেন। এরপর তিনি থানায় কর্মরত অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
আরও পড়ুনঃ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামে আর কোনো রাজনীতি করার অধিকার থাকবে না
তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করণীয় ও দায়িত্বশীলতার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এই সময় অফিসার ইনচার্জসহ সাদুল্লাপুর থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।