মোঃ আল ফরিদ মোহনগঞ্জ উপজেলার প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল হোসেনের সুযোগ্য পুত্র ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন মন্টু বিরুদ্ধে নানা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বিজয়-২৪ চত্বরের চৌধুরী মার্কেটে এ সংবাদ সম্মেলণের আয়োজন করেন বিএনপি নেতা ইকবাল হোসেন মন্টু।
আরও পড়ুনঃ ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালিত ও জরিমানা আদায়
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেন মন্টু বলেন, আমার পিতা ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিনি জয়শ্রী ইউনিয়নের চার বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
শুধু তাই নয়, আমার পিতার বলিষ্ঠ নেতৃত্বেই আজ ধর্মপাশায় বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। পাশাপাশি আমার পিতার জীবদ্দশায় তিনি নিজ এলাকার জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা ছাড়াও
তিনি জয়শ্রী ইউনিয়ন পরিষদের স্থান দাতা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের স্থান দাতা, তাঁর উদ্যোগেই গড়ে উঠে জয়শ্রী বাজার ও গড়ে উঠে জয়শ্রী খাদ্য গোদাম সহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।