মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
শোক সংবাদ
সাংবাদিকতা জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক শংকর দাশ। তাঁর অকালপ্রয়াণে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংবাদজগতের সকল স্তরের মানুষ।
শংকর দাশ ছিলেন একনিষ্ঠ, নীতিবান ও নিষ্ঠাবান সাংবাদিক। পেশাগত জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও নির্ভীকতার প্রতীক হয়ে উঠেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দেশ ও সমাজের নানা ইস্যুতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর লেখা প্রতিবেদন, কলাম ও বিশ্লেষণ সমাজকে যেমন চিন্তা করার খোরাক দিয়েছে, তেমনি সাধারণ পাঠকের মনেও স্থায়ী প্রভাব ফেলেছে।
আরও পড়ুনঃ দুই দিনের ধর্মঘটে অচল প্রায় নাসিরনগর
সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়াই ছিল তাঁর সাংবাদিকতার মূলনীতি। পেশাগত দায়িত্ব পালনের সময় তিনি কখনও আপস করেননি। সাংবাদিকতা জগতে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও ঘনিষ্ঠজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।
শংকর দাশের অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। সংবাদমাধ্যম হারাল একজন আলোকবর্তিকা, যাঁর অভাব সহজে পূরণ হবার নয়।