স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা’র খলিফায়ে চরণদ্বিপী ডাঃ জহির উদ্দিনের লাশ ৯ মাস ১৩দিন পর কবর থেকে তোলা হলো।
চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদাশীন হযরত পীরজাদা শাহসুফি সৈয়দ খাইরুল বশর ফারুকী আল মাইজভাণ্ডারী চরণদ্বীপী (কঃ) এর খলিফা ও মুরিদান ডাঃ জাহির উদ্দিন মাইজভাণ্ডারী চরণদ্বীপীকে কবর থেকে তোলা হচ্ছে। আলহামদুলিল্লাহ ৯ মাস ১৩ দিন পরও তাঁর দেহ অক্ষত অবস্থায় আছেন।
উল্লেখ্য যে, গত ১১ অক্টোবর ২০২৪ সালে শুক্রবার তিনি ইন্তেকাল করেন।
আরও পড়ুনঃ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে চট্টগ্রাম নাগরিক ফোরামের দোয়া মাহফিল ও আলোচনা সভা
এরপর তার ৩য় ছেলে দিদারুল ইসলামকে ৩মাস পূর্বে উনি স্বপ্নযোগে কবর থেকে তুলতে বলেন যে উনার কবরে পানি থাকার কারণে উনার ইবাদতে বেঘাত ঘটে। তার কিছুদিন পরে তার ছোট ছেলে নুরুল আলমকেও একই স্বপ্ন দেখান। তারপরও যখন উনাকে কবর থেকে তোলা হচ্ছে না পরবর্তীতে উনার পরিবারের সবাইকে বারবার স্বপ্নযোগে কবর থেকে তুলার জন্য বলায় আজ ২৫ জুলাই শুক্রবার শুক্রবার রজনীতে তাকে কবর থেকে তোলা হয়েছে।
ইমাম আলা হজরত (রাহ:) এর সেই বাণী প্রতিটি যুগেই প্রমাণিত হয়েছে সাচ্চা আশেকে রাসুল (দ:) দের তরতাজা জিসমে পাক অক্ষত কাফনে পাক দেখার মাধ্যমে।
মওলা মাইজভাণ্ডারির গোলাম মাইজভান্ডার দরবার শরীফ, মওলা হুজুর মাইজভান্ডারির গোলাম, আশেকে মওলা মাইজভান্ডারি আহলে সুন্নাত ওয়াল জামাত, মাইজভাণ্ডারী মাইজভান্ডার জগত।