এম এ রউফ, কাতারঃ
আমাদের দেশে ভালো শিক্ষা বলতে কিছুই নেই। আমরা যা বর্তমানে দেখেছি। বাচ্চাদেরকে বাচ্চাদের জায়গাতে রাখেন তাদেরকে মানুষ করতে দেন। তাদেরকে রাজনীতিকে নিয়ে আসবেন না।আমাদের দেশে লজ্জা শরম উঠে গেছে।
আমাদের দেশের মধ্যে আল্লাহর গুজব শুরু হয়েছে। কেনন কে বা কারা এই সব গজব তৈরি করেছেন। এবং আদব কায়দা উঠে গেছে।বটে সেটে চেরাগ আলী মুন্সি। নেতা নেতি।এই ভাবে সমাজ চলে না। এই ভাবে চলা ফেরা করা মানেই লজ্জা শরম হারিয়ে ফেলা।এখন চলছে বেয়াদবি ও বেয়াদবের কারখানা।
আরও পড়ুনঃ নাসিরনগরে পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে আসামীর পলায়ন , তিন পুলিশ আহত
আমাদের দেশে এই সব বেয়াদবের কারখানা যাহারা তৈরি করছেন। তারা সম্পূর্ণরূপে দায়ি।সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক বিপদ হয়ে থাকবে।
পৃথিবীতে চলা তাদের জন্য ভয়ংকর হবে। আমরা যদি পরিস্থিতির নিয়ন্ত্রণ না করতে পারি আদব কায়দা।
আমরা মনে করি।পৃথিবী বদলে গেছে। আমরা বদলাতে পারি নাই ।একটি কারণে লোভে পাপ পাপে মৃত্যু । দিন দিন চলছে অনাকাঙ্ক্ষিত আচার ব্যবহার ও ঘটনা
সুস্বাস্থ্য ও সু শিক্ষা আমাদের দেশ থেকে উঠে গেছে।