মাহমুদুল হাসান রাশাদিঃ
এক বুজুর্গের মায়ের ইন্তেকাল হয়েছিল। আরেক বুজুর্গ তাকে দেখতে গিয়েছিলেন। তখন দ্বিতীয় বুজুর্গ তাকে সান্ত্বনা দিতে গিয়ে এক পর্যায়ে বললেন, আজ থেকে খুব সতর্কভাবে চলবে।
কারণ, যখন তোমার ওপর কোনো বিপদ আসার কথা ছিল, তখন তোমার পাশে ছিল দুটি হাত— তোমার মায়ের দুটি হাত।
আরও পড়ুনঃ দেশে লোভী প্রতারক বাটপার রয়েছে লক্ষ লক্ষ মানুষ
তিনি আল্লাহর কাছে এই দুটি হাত তুলে ধরে তোমার জন্য দোয়া করতেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিতেন। এখন সে দুটি হাত আর নেই।
সুতরাং আজ থেকে নিজের দেখভাল নিজেকেই করতে হবে। আজ থেকে খুব সতর্কভাবে চলতে হবে।