শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

হালাল উপার্জনের লক্ষ্যে শ্লোগান নিয়ে, কর্মশালা ও নৈশভোজ করে অনলাইন গ্লোবাল শপ ( অজিএস) লি.

নিজস্ব প্রতিবেদকঃ / ৯ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

মিশন পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান, অনলাইন গ্লোবাল শপ লিমিটেডের পক্ষে ৫/৭/২০২৫,। প্রফেসর মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে দুই শতাধিক অনলাইন বিজনেসে আগ্রহী নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন।

এখানে একই সাথে মিশন লাইট হাউছ লিমিটেড, ঢাকা মডার্ন সিটি, ( কেরাণীগঞ্জ, ঢাকা ) এছাড়া আজকের অনুষ্ঠানের বিজনেস পার্টনার, পুষ্পধারা প্রপার্টি লিমিটেড, ওয়েস্টার্ন ভ‍্যালি লিমিটেড, বিজনেস টেকনোলজি অব মার্কেটিং ( বিটিএম) অনুষ্ঠানের আয়োজন করা হয় : গ্র‍্যান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, চতুর্থ তলা, ঢাকার মোহাম্মদপুরে।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, মিশন পরিবারের প্রধান ও মিশন আইডিয়াল কলেজের প্রফেসর মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন পৃথিবীতে একমাত্র শান্তি এবং স্বস্তি পাওয়া যায় হালাল রোজগার বা হালাল উপার্জনের মাধ‍্যমে। আল্লাহ্ ব‍্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম।

তিনি বলেন ( ফরেস্ট ) অনলাইন গ্লোবাল শপ লিমিটেড অনেক সুন্দর একটি বিজনেস। যেখানে প্রায় শতভাগ হালাল আয় করা সম্ভব।

আরও পড়ুনঃ সততা, শৃঙ্খলা ও সেবার প্রতীক,ভালুকা থানায় জনমানুষের বন্ধু ওসি হুমায়ুন কবির

এখানে আরো বক্তব্য রাখেন সর্ব জনাব হাবিবুর রহমান, এনামুল হক রুমী, মুহাদ্দিস মাহমুদল হাসান, আব্দুল্লাহ আল মামুন, শামসুজ্জান প্রমূখ। সভাপতি প্রফেসর মোঃ সফিকুল ইসলাম স্বপন বলেন, দেশের প্রতিটা মানুষ যেন একজন করে নিজের আয় রোজগার নিজেরাই করে চলেন।

এরকম কাজে মানুষের মন মানসিকতা যেমন ভালো থাকে। তেমনি কম থাকবে সমাজের অপরাধ প্রবণতা। মুহাদ্দিস মাহমুদুল হাসান বলেন, আল্লাহ্ এবং নবীগণ কখনও পছন্দ করতেন না।

তাদেরকে যারা নিজেরা আয় রোজগার করতেন না। তিনি আরো বলেন হালাল উপার্জন এবং নিজের হাতে করা উপার্জন আল্লাহ্ খুবই পছন্দ করেন সেই সকল ব‍্যক্তিদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category