শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

*”সূরা আল-মায়েদা: একটি পরিপূর্ণ জীবনব্যবস্থার নীতিমালা”*

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

*”সূরা আল-মায়েদা: একটি পরিপূর্ণ জীবনব্যবস্থার নীতিমালা”*

*১. সূরা মায়েদার ভূমিকা:* সূরা আল-মায়েদা (সূরা নম্বর ৫) মদীনায় অবতীর্ণ একটি দীর্ঘ সূরা, যাতে মোট ১২০টি আয়াত রয়েছে। এটি ইসলামী শরীয়তের পরিপূর্ণতা, বিধান ও নৈতিক দিকনির্দেশনার এক গুরুত্বপূর্ণ দলিল।

এ সূরায় মুসলিম উম্মাহর জন্য হালাল-হারামের সুস্পষ্ট ব্যাখ্যা, ধর্মীয় দায়িত্বশীলতা, প্রতিশ্রুতি রক্ষা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্য ধর্মের প্রতি সহনশীলতা প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়েছে। ঈসা (আ.)-এর প্রসঙ্গসহ নানা ঐতিহাসিক ঘটনার বর্ণনা এবং বিধানগত বহু গুরুত্বপূর্ণ আয়াত এই সূরায় স্থান পেয়েছে। এটি এমন এক সূরা, যার মাধ্যমে ইসলামি জীবনব্যবস্থার পরিপূর্ণ কাঠামো চিত্রিত হয়েছে।

*২. সূরা মায়েদায় বর্ণিত ঈমান ও আক্বিদা:* সূরা মায়েদায় ঈমান ও আক্বিদার দিক থেকে তাওহীদ (আল্লাহর একত্ব), রিসালাত (নবুয়ত), এবং আখিরাত (পরকাল)-এর প্রতি বিশ্বাস সুদৃঢ় করার আহ্বান জানানো হয়েছে। ঈসা (আ.) এবং তাঁর অনুসারীদের প্রসঙ্গ তুলে ধরে খ্রিস্টানদের বিভ্রান্তি নিরসনের চেষ্টা করা হয়েছে, এবং স্পষ্টভাবে বলা হয়েছে যে, আল্লাহ একক স্রষ্টা ও রব্ব, তিনি কাউকে সন্তান করেন না, এবং ঈসা (আ.) আল্লাহর নবী মাত্র, ইলাহ নন। আখিরাতে সকলকে তাঁর সামনে জবাবদিহি করতে হবে। এই সূরা বিশ্বাসীদের ঈমানকে বিশুদ্ধ ও প্রাতিষ্ঠানিক করার গুরুত্ব ব্যাখ্যা করে।

আরও পড়ুনঃ নাসিরনগরে ছাত্রদলনেতা খুনের মামালা,গ্রেফতার হয়নি কোন আসামী

*৩. সূরা মায়েদায় বর্ণিত আমলে সালিহা (সৎকর্ম):* প্রতিশ্রুতি পূরণ করা (আয়াত-১); আল্লাহর জন্য সাক্ষ্য প্রদান করা (৮); ইনসাফ বা ন্যায়বিচার করা (৮); সহযোগিতার ক্ষেত্রে ভালো কাজ ও তাকওয়ায় একত্র হওয়া (২); শত্রুকেও ইনসাফের সঙ্গে বিচার করা; ওজু করা (৬); নামায কায়েম রাখা এবং যাকাত প্রদান (৫৫); আহলে কিতাবের সাথে উত্তম ব্যবহার; সত্য গ্রহণে আন্তরিক হওয়া; ব্যভিচার, চুরি, খুন ইত্যাদি পরিহার করা; ইসলামের পূর্ণাঙ্গ বিধান মেনে চলা।

*৪. সূরা মায়েদায় বর্ণিত হারাম ও হালাল:*_(ক). হারাম বিষয় সমূহ:_ মৃত জন্তু; রক্ত; শুকরের মাংস; যবেহ না করে মারা প্রাণী; মূর্তির নামে উৎসর্গকৃত জন্তু; ভাগ্য নির্ধারণে শরিক হওয়া (তীর নিক্ষেপ ইত্যাদি); চুরি; ব্যভিচার; হত্যা; সুদ; দুর্নীতি; মিথ্যা সাক্ষ্য; মদ ও জুয়া; ইহরাম অবস্থায় শিকার; আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করা।

_(খ). হালাল বিষয় সমূহ:_ পবিত্র ও হালাল খাদ্য; আহলে কিতাবের (ইহুদি ও খ্রিস্টান) জবেহকৃত খাদ্য; আহলে কিতাব নারীদের বিবাহ বৈধ; উত্তম উপার্জন; হালাল উপায়ে পশু শিকার; পানীয় ও খাদ্যে পবিত্রতা।

আরও পড়ুনঃ প্রশাসনের কড়া নিরাপত্তায় যশোরের বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ চলছে

*৫. সূরা মায়েদায় বর্ণিত ঐতিহাসিক কাহিনী (সংক্ষেপ):* সূরা মায়েদায় কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে। (ক). মূসা (আ.)-এর সময় বনী ইসরাঈলের অমান্যতা এবং তাদের ওপর আরোপিত শাস্তি বর্ণিত হয়েছে—যেমন, ৪০ বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর ঘটনা। (খ). হাবীল ও কাবীলের কাহিনীও এসেছে, যেখানে ঈর্ষার কারণে কাবীল হাবীলকে হত্যা করে। এ ঘটনায় মানুষ হত্যার পরিণতি ও মানবজীবনের মর্যাদা ব্যাখ্যা করা হয়েছে। (গ). এছাড়া ঈসা (আ.)-এর উম্মতের আচরণ ও তাঁর কিয়ামতের দিনের সাক্ষ্য গ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে, যা আক্বিদাগত দিক থেকে গুরুত্বপূর্ণ।

*৬. নিদর্শন (Signs) যা বর্ণিত হয়েছে সূরা মায়েদা:* (ক). মানবজীবনের মর্যাদা ও একজনকে হত্যা মানে পুরো মানবজাতিকে হত্যা (৫:৩২)। (খ). হালাল-হারামের বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। (গ). তাকওয়াভিত্তিক নেতৃত্ব ও আল্লাহর সাহায্য প্রাপ্তি।

(ঘ). মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারণ শয়তানের কাজ। (ঙ). ঈসা (আ.)-এর মাধ্যমে প্রেরিত মু’জিযা (যেমন মৃতকে জীবিত করা)। (চ). দাওয়াত ও দুনিয়ার জীবনের পরীক্ষা হিসেবে মানুষের মুক্ত ইচ্ছা।

আরও পড়ুনঃ বগুড়ায় আবারো জোড়া খুন সাবেক প্রেমিকা বন্যা আহত: সাবেক প্রেমিক খুনি সৈকত গ্রেফতার

*৭. শিক্ষা, উপদেশ ও হিকমাহ:* (ক). প্রতিশ্রুতি পূরণে দীনদারিতার পরিচয় পাওয়া যায়; (খ). সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করলে শান্তি আসে; (গ). তাকওয়া ও আল্লাহভীতি জীবন পরিচালনার মূলনীতি; (ঘ). অন্য ধর্মাবলম্বীদের সাথে সদাচরণ ও পারস্পরিক সহাবস্থান;

(ঙ). আল্লাহর বিধানকে প্রাধান্য না দিলে বিপর্যয় অনিবার্য; (চ). ইসলামী বিধানকে খেলাচ্ছলে নেয়া যায় না; (ছ). আল্লাহর বিধান মেনে চলা শ্রেষ্ঠ জীবনপথ; এবং (জ). একজন অপরাধী সমাজকেই ধ্বংস করতে পারে।

*৮. আইন, নীতি, নৈতিকতা ও মূল্যবোধের আলোকে:* সূরা মায়েদা একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য শরিয়তের মৌলিক ভিত্তিগুলোর বাস্তব প্রয়োগ তুলে ধরে। এতে বিচারিক স্বচ্ছতা, অপরাধের যথাযথ শাস্তি, ইনসাফ, মানবাধিকারের সম্মান, ধর্মীয় স্বাধীনতা, প্রতিশ্রুতি রক্ষা, খাদ্য নিরাপত্তা, এবং পারস্পরিক সহযোগিতার মতো নৈতিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান রয়েছে। এটি ইসলামী আইনশাস্ত্রের (Fiqh) একটি অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে।

আরও পড়ুনঃ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় ভাবে ফরজ:

*৯. উপসংহার:* সূরা আল-মায়েদা মুসলিম জীবনের জন্য এক পরিপূর্ণ নীতিমালা। এতে শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক, নৈতিক ও আইনি দিক থেকেও স্পষ্ট নির্দেশনা রয়েছে। হালাল-হারাম, ইনসাফ, তাকওয়া, ঈমান ও শিষ্টাচার—সবকিছুর সম্মিলনে এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান গঠন করে।

এই সূরার বার্তা (মেসেজ) হলো: একজন মুমিনের জীবন কেবল বিশ্বাসে নয়, কর্মে, নীতিতে ও দায়িত্বে গঠিত হতে হবে। আল্লাহর বিধানকে মেনে চললেই শান্তি ও সফলতা লাভ সম্ভব।

*আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন*। (মূসা: ১৮-০৭-২৫)


এই বিভাগের আরও খবর