শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন ঝিনাইদহ-৪ এর মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু

বিশেষ প্রতিনিধিঃ
পাবলিশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরুহুম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনী ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।

প্রেস ক্লাব ফেডারেশনের আহবায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালসহ সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মত বিনিময় করেন। সোমবার বিকালে তার নিজবাস ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয় পত্যাশী মুরশিদা জামান বেল্টুর বলেন, আমি আগামী জাতিয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ।

আশা করি দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন মহান নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার স্বামী মরুহুম শহিদুজ্জামান বেল্টুর আদর্শের কথা বিচার বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন। তিনি বলেন,আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী।

আরও পড়ুনঃ গলাচিপায় গণ অধিকারের পক্ষ থেকে ৯০০ মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ

১৯৯১ সাসে আমার স্বামীর হাত ধরে বিএনপিতে যোগদান করি। তার পর থেকে বহু ঘাত প্রতিঘাত সয্য করে এ পর্যন্ত এসেছি। আমার এলাকার জনসাধারন আমাকে ভালবাসেন আমাকে মনোনয়ন দিলে আমি জয়ী হব ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ন-মহাসচিব মোঃ আজাদুর রহমান বসির,মোঃ ওবাদুল রহমান,আনিসুর রহমান,রুমানা আক্তার,অভিনেতা মান্না প্রমুখ। মিসেস মূর্শীদা জামান বলেন, “শহিদুজ্জামান বেল্টু রাজনীতি করতেন দেশের মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য নয়।

আজকে তার সেই রাজনীতিকে আড়াল করে এমন একটি ধারা গড়ে উঠেছে যেখানে স্বার্থপরতা, হিংসা আর মিথ্যাচার জায়গা করে নিচ্ছে। বিএনপির প্রকৃত নেতৃত্ব ও আদর্শকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, “যারা আজ বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা বেল্টুর আদর্শ জানে না, মানে না।

আরও পড়ুনঃ গাইবান্ধায় GUK রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিডস্ জোন উদ্বোধন

দলকে বাইরে থেকে নয়, ভেতর থেকেই দুর্বল করার চেষ্টা করছে। শহিদুজ্জামান বেল্টুর মতো নেতৃত্বের অভাব আজ বিএনপিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মিসেস মূর্শীদা জামান মনে করেন, শহিদুজ্জামান বেল্টুর রাজনীতির মূল শক্তি ছিল জনগণের ভালোবাসা, সৎ সাহসিকতা এবং আপসহীন দেশপ্রেম। আজকের তরুণ প্রজন্মের জন্য তার রাজনীতি হতে পারে একটি আলোকবর্তিকা।

উল্লেখ, ঝিনাইদহের কালীগঞ্জ এবং সমগ্র ঝিনাইদহ-৪ আসনের বিএনপির রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু। তিনি ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বেল্টু সংসদ সদস্য থাকাকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও মৃত্যুর আগ পর্যন্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার স্কুল, কলেজ, ব্রিজ ও গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করেন।


এই বিভাগের আরও খবর