বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরুহুম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনী ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।
প্রেস ক্লাব ফেডারেশনের আহবায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালসহ সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মত বিনিময় করেন। সোমবার বিকালে তার নিজবাস ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয় পত্যাশী মুরশিদা জামান বেল্টুর বলেন, আমি আগামী জাতিয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ।
আশা করি দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন মহান নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার স্বামী মরুহুম শহিদুজ্জামান বেল্টুর আদর্শের কথা বিচার বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন। তিনি বলেন,আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী।
আরও পড়ুনঃ গলাচিপায় গণ অধিকারের পক্ষ থেকে ৯০০ মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ
১৯৯১ সাসে আমার স্বামীর হাত ধরে বিএনপিতে যোগদান করি। তার পর থেকে বহু ঘাত প্রতিঘাত সয্য করে এ পর্যন্ত এসেছি। আমার এলাকার জনসাধারন আমাকে ভালবাসেন আমাকে মনোনয়ন দিলে আমি জয়ী হব ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ন-মহাসচিব মোঃ আজাদুর রহমান বসির,মোঃ ওবাদুল রহমান,আনিসুর রহমান,রুমানা আক্তার,অভিনেতা মান্না প্রমুখ। মিসেস মূর্শীদা জামান বলেন, “শহিদুজ্জামান বেল্টু রাজনীতি করতেন দেশের মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য নয়।
আজকে তার সেই রাজনীতিকে আড়াল করে এমন একটি ধারা গড়ে উঠেছে যেখানে স্বার্থপরতা, হিংসা আর মিথ্যাচার জায়গা করে নিচ্ছে। বিএনপির প্রকৃত নেতৃত্ব ও আদর্শকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, “যারা আজ বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা বেল্টুর আদর্শ জানে না, মানে না।
আরও পড়ুনঃ গাইবান্ধায় GUK রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিডস্ জোন উদ্বোধন
দলকে বাইরে থেকে নয়, ভেতর থেকেই দুর্বল করার চেষ্টা করছে। শহিদুজ্জামান বেল্টুর মতো নেতৃত্বের অভাব আজ বিএনপিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মিসেস মূর্শীদা জামান মনে করেন, শহিদুজ্জামান বেল্টুর রাজনীতির মূল শক্তি ছিল জনগণের ভালোবাসা, সৎ সাহসিকতা এবং আপসহীন দেশপ্রেম। আজকের তরুণ প্রজন্মের জন্য তার রাজনীতি হতে পারে একটি আলোকবর্তিকা।
উল্লেখ, ঝিনাইদহের কালীগঞ্জ এবং সমগ্র ঝিনাইদহ-৪ আসনের বিএনপির রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু। তিনি ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বেল্টু সংসদ সদস্য থাকাকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও মৃত্যুর আগ পর্যন্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার স্কুল, কলেজ, ব্রিজ ও গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.