অথই নুরুল আমিনঃ
কবিতা
(দাদা, দাদী আর নানাকে উৎসর্গকৃত কবিতা )
শেষ ট্রেনের ঠিকানা
তারিকুল আমিন
বাস বা ট্রেন এর গন্তব্য জানা থাকে সবার
হয়তো অফিস নয়তো বাসা অথবা…!
জীবনের শেষ ট্রেনের গন্তব্য জানা থাকলেও
ফেরার কোন পথ থাকে না।
আরও পড়ুনঃ বাবার ওপর অভিমান করে নুসরাত (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
স্বর্গের পথ ধরে রথে চড়ে চলে যান
সেই দূর অজানায়, বেহেস্ত নামের বিশাল কুঠুরিতে
যে দূর অজানার খোঁজ মৃত্যুপথ যাত্রী ছাড়া
কেউ জানে না, কেউ হয় না সঙ্গি তার।