মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধি ঃ-
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে জায়গা-জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চকরিয়ার ডুলাহাজারা বাজারের পল্লী চিকিৎসক আজিজুল হক ও তাঁর ছোট ভাই শহিদুল হক কে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত সহ হত্যার চেষ্টা চালানো হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত দু’ভাইকে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে তাদের শারিরীক অবস্থা আশংকা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার করা হয়।
এঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে জানা গেছে।
এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানায় তদন্ত পূর্বক দোষি ব্যক্তিদের কে শিঘ্রই আইনের আওতায় আনা হবে।