মোঃসাইফুল ইসলাম লাকসাম প্রতিনিধি :
আজ রবিবার বিকেল ৪টার সময় লাকসাম উপজেলার নরপাটি ইউনিয়নের অন্তর্গত মধ্য চাঁদপুর মৈনপুর এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন। লাকসাম উপজেলা প্রশাসন ।
স্থানীয়রা দাবি করেন আইন না মেনে অবৈধভাবে ড্রেজার মেশিং দিয়ে বালু উত্তোলন করতেছিল প্রভাবশালী এক ব্যক্তি। তাকে আমরা কোনভাবে বলু উত্তোলনের কার্যক্রমটি বন্ধ করাতে পারি’নি।
আরও পড়ুনঃ পুকুরের দখল নিয়ে সংঘর্ষ, কব্জি বিচ্ছিন্ন -আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
তাই আমরা ইউ নো স্যার কে বিষয়টি অবগত করি এবং। আমাদের বসতভিটা রক্ষা করি, জানি না পুকুর টি যে পরিমাণে গর্ত করেছে। আমাদের বসতবাড়ি ঠিক রাখতে পারবো কিনা। আমরা জোর দাবি জানাচ্ছি প্রভাবশালী ব্যক্তিটির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য।