আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। এ সময় অপহরণ মামলার ১নং আসামি ও চক্রের মূলহোতা মোঃ আহাদকে গ্রেপ্তার করা হয়। শনিবার (০৫ জুলাই) র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গাজীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৯ মার্চ ২০২৫ তারিখে বাদীর নাবালিকা কন্যাকে স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত আহাদ প্রেমের প্রস্তাব দিয়ে বারবার উত্যক্ত করতো। ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির সামনে হাঁটতে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আহাদ ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার নম্বর ০৪, তারিখ ০৫/০৪/২০২৫, ধারা ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)। পাশাপাশি ভিকটিমের উদ্ধার চেয়ে তিনি র্যাব-১৪ এর ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
র্যাব-১৪ এর সিপিএসসি ইউনিট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিম উদ্ধারে কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় র্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল সিপিএসসি, র্যাব-১ গাজীপুরের সহায়তায় ৫ জুলাই গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের মূলহোতা মোঃ আহাদকে আটক করা হয়।
আটককৃত আহাদ ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন সোনা মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।