বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনমঃ
কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ সরাইলে ময়না হত্যা মামলায় ইমাম ও মোয়াজ্জিম কে রিমান্ডে অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
পাবলিশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। এ সময় অপহরণ মামলার ১নং আসামি ও চক্রের মূলহোতা মোঃ আহাদকে গ্রেপ্তার করা হয়। শনিবার (০৫ জুলাই) র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গাজীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৯ মার্চ ২০২৫ তারিখে বাদীর নাবালিকা কন্যাকে স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত আহাদ প্রেমের প্রস্তাব দিয়ে বারবার উত্যক্ত করতো। ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির সামনে হাঁটতে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আহাদ ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

আরও পড়ুনঃ ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার নম্বর ০৪, তারিখ ০৫/০৪/২০২৫, ধারা ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)। পাশাপাশি ভিকটিমের উদ্ধার চেয়ে তিনি র‍্যাব-১৪ এর ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

র‍্যাব-১৪ এর সিপিএসসি ইউনিট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিম উদ্ধারে কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় র‍্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল সিপিএসসি, র‍্যাব-১ গাজীপুরের সহায়তায় ৫ জুলাই গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের মূলহোতা মোঃ আহাদকে আটক করা হয়।

আটককৃত আহাদ ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন সোনা মিয়ার ছেলে।

র‍্যাব জানিয়েছে, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর