ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিফাত আরা মৌরি। এক প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়। শীগ্রই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে তিনি বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজাপুর বাসী মনে করেন, কর্মস্থল রাজাপুরে তিনি সততা ও দক্ষতার মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত করে সুনাম অর্জন করবেন।
আরও পড়ুনঃ মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কর বিতরণ অনুষ্ঠিত
এ উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বলে জনসাধারণের আশা। রাহুল চন্দ্র চলে যাবার পর অনেক দিন পদটি শূন্য ছিলো
এ অবস্থায় অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন কাঠালিয়ার ইউএনও। তবে তাতে কর্মকান্ডে গতি প্রায় স্থবির হয়ে যায়।