ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ১২ আগস্ট ২০২৫ ইং মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পিএফজি কর্তৃক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বওষয় ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজাপুর উপজেলা প্রশাসন এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব চন্দ্র মজুমদার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাহুল চন্দ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের MIPS প্রকল্পের Gender and Youth Empowerment Expert শারমিন সুলতানা লাবন্য, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিএফজি সদস্য আসাদ্দুজ্জামান পনির, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন, উপজেলা মহিলা দলের সদস্য সৈয়দা মাহফুজা আক্তার রুনা এবং রাজাপুর পুরোহিত কমিটির সহ সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী।
আরও পড়ুনঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াইপিএজি’র সহ-সমন্বয়কারী আল আমিন সাজু ও সানজিদা আক্তার, ওয়াইপিএজি সদস্য ও ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য শেখ খুবায়েব, ছাত্র সমাজের সদস্য সাইফুল ইসলাম সাব্বির, ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. হাসিব তালুকদার, ঝুমা রানী, তামিরা তারেক ইভা, পিএফজি সদস্য সাবিনা ইয়াসমিন, সামসুন নাহার, সনিয়া আক্তার রিপা সহ আরও অনেক রাজনৈতিক, সামাজিক ও তরুণ প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের যুব সমাজকে প্রস্তুত করতে হবে। বহুপাক্ষিক অংশীদারত্বের মাধ্যমে যুবদের ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশে একসঙ্গে কাজ করাই সময়ের দাবি।